চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। শাহরাস্তি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে মঙ্গলবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
এলাকাবাসী জানান, শ্রীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির আবু তাহের মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভূঁইয়া বাড়ির ৭টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে গেছে। এতে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মূল চন্দ্র সরকার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।