গতকাল ৯ অক্টোবর শাহরাস্তি উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কস্থ মৌতা বাড়ি নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকাবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।
জানা যায়, সকালে এলাকাবাসী লাশটিকে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে শাহরাস্তি থানাকে খবর দেয়। থানা পুলিশ সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি নিয়ে আসে। পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হবে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় যুবকটি মারা যেতে পারে। ইতিমধ্যে লাশটি ময়না তদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির সন্ধান মিলেনি।