প্রতিনিধি
শাহরাস্তিতে গাছের আম পারাকে কেন্দ্র করে দু� পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষেই শাহরাস্তি মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহরাস্তি টামটা উত্তর ইউনিয়নের বলশীদ ধোপা বাড়িতে আম পারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গত ২৫ এপ্রিল শুক্রবার দুপুর ২টায় ধোপা বাড়ির আবুল কাশেমের ক্রয়কৃত আম গাছ থেকে একই বাড়ির পুলিন চন্দ্র দাস গং আম পেরে নিয়ে যাওয়ার সময় আবুল কাশেমের পুত্র সোহাগ হোসেন বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু�পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে দু� পক্ষের আহতরা হচ্ছে : সোহাগ (২২), ফারুক হোসেন (১৮), আবুল কাশেম (৪৫), রাজিয়া বেগম (৩৫), কল্পনা রাণী দাস (৫০) ও সবিতা রাণী দাস (৩৫)।
এ বিষয়ে সোহাগ হোসেন জানান, ১ বছর পূর্বে পুলিন দাস গংয়ের কাছ থেকে ১১শ� টাকা মূল্যে একটি আম গাছ ক্রয় করি। কিন্তু প্রতিপক্ষরা গত শুক্রবার আমাদেরকে কিছু না জানিয়ে আমাদের ক্রয়কৃত গাছ থেকে আম পেরে নিয়ে যাচ্ছিলো। এতে আমরা বাধা দিলে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই শাহরাস্তি মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।