শাহরাস্তি প্রতিনিধি ॥ আউলিয়ায়ে কেরামের আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় নূরে মোস্তফা (সাঃ) হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে এ পুনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন করা হয়। আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের শাহরাস্তি উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি জিয়াউল হক রেজভির সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব আবদুল ওয়াদুদ আলকাদেরী, মাওলানা মোঃ মিজানুর রহমান জালালী, মাওলানা মোঃ আহসান হাবিব, মাওলানা মোঃ শাহাদাত হোসাইন জাহেদী, মোঃ বদিউজ্জামান পাটওয়ারী, হাফেজ মোঃ কামাল হোসেন, মোঃ শেখ ফরিদ, মোঃ বোরহান উদ্দিন, মোঃ ফখরুল আলম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়টের আলা হযরতের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী সভা শেষে শাহরাস্তি উপজেলা শাখার আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। মাওলানা মোঃ মিজানুর রহমান জালালীকে আহবায়ক করে ও মোঃ আহসান হাবিবকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম আহবায়ক মাওলানা শাহাদাত হোসাইন জাহেদী, সাইদুর রহমান আবেদী, বদিউজ্জামান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ কামাল হোসাইন। এতে মোঃ শেখ ফরিদ, মাওলানা এরফান সাহা ফারুকী, মাওলানা মাসুম বিল্লাহ পেয়ারী, মাওলানা সাইফুল ইসলাম হেলালী, মাওলানা আনোয়ার হোসেন রেজভী, মাষ্টার আমিনুল ইসলামকে সদস্য করে আহবায়ক কমিটিগঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে শাহরাস্তি উপজেলার পূর্ণাঙ্গ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।