স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে দু’পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টা ৩০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা আ’লীগের সম্মেলনের ফলাফল ঘোষনার পর জেলা আ’লীগের নেতৃবৃন্দ ফেরার পথে উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ বাধে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীরা পুলিশের ভ্যান ভাংচুর করে। এ ঘটনায় ৪ পুলিশ আহত হয়। আহতরা হলো- উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আবদুল মান্নান, শ্যামল চক্রবর্তী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুম রানা ও পুলিশ সদস্য ফিরোজ মিয়া। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন জানান, সম্মেলন শেষে জেলা নেতৃবৃন্দ চলে যাওয়ার প্রাক্কালে পরাজিত প্রার্থী মোশারেফ হোসেন পাটোয়ারীর ভাতিজা হিরক পাটোয়ারী, মিলন ও হেলালের নেতৃত্বে ৮০-১০০ জন যুবক নেতৃবৃন্দের বিরুদ্ধে শ্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। পুলিশ আত্ত¥রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।