মোঃ জামাল হোসেন ॥ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শাহরাস্তিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, আহলে ছুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক থেকে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মেহের কালীবাড়ীর নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি ডা. জালাল উদ্দিন কাছেমীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক বাদরুদ্দোজা ও ছাত্রসেনা নেতা নকিব মোঃ বাদরুদ্দোজার যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ আবদুর রহিম, শাহরাস্তি শাখার সহ-সভাপতি মাও. আব্দুর রহিম, ইসলামী ফ্রন্ট নেতা মাও. মামুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার শাহরাস্তি উপজেলা শাখার আহবায়ক মাও. আল আজহারী, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল বাকী, শাহরাস্তি উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোঃ আব্দুল আউয়াল, ইসলামী ফ্রন্ট নেতা মাও. হারুনুর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা, অবিলম্বে মাওলানা নূরুল ইসলাম ফারুকীর খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশ শেষে মাওলানা নূরুল ইসলাম ফারুকীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
এছাড়া আগামী ২৬ আগস্ট চাঁদপুর শপথ চত্বরে চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যোগে নূরুল ইসলাম ফারুকীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।