আমিনুল ইসলামঃ
শাহরাস্তিতে ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি পরিবর্তনের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মীরা। ৩ ফেব্র“য়ারী বেলা ১১টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায় গত ১ ফেব্র“য়ারী রোববার উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান কর্তৃক ০৩ টি ইউনিয়নে যুবলীগের নতুন কমিটি ঘোষিত হয়। এ গুলোর মধ্যে বিদ্রোহ দেখা দেয় রায়শ্রী দক্ষিন ইউনিয়নে। ওই ইউনিয়নে যুবলীগের আহবায়ক করা হয় আক্তার হোসেন জনি কে আর রফিকুল ইসলাম রায়হান মোগল কে যুগ্ন আহবায়ক করা হয়। এতেই ঘটে বিদ্রোহ বিক্ষোভের সূত্রপাত। নব্য কমিটির আহবায়ক আক্তার হোসেন জনি দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকায় পূর্বে বিএনপির ছাত্রদল সমর্থিত সদস্য ছাত্রলীগে যোগদান না করা এমন অভিযোগ গুলো উথ্যাপন করেন বিক্ষুব্দ যুবলীগ নেতা কর্মীরা নব্য কমিটির যুগ্ন আহবায়ক কুতুবউদ্দিন সোহাগ পাটোয়ারীর নেতৃতে ওই দিন সকালে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল স্থানীয় খিলা বাজার প্রদক্ষিন শেষে ওই বহর বিক্ষোভরত অবস্থায় বেরনাইয়া বাজারে তাদের বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে বেরনাইয়া দক্ষিণ বাজের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজাম্মেল খান মিঠুর উপস্থাপনায় ও ইউনিয়ন যুবলীগ নেতা কুতুবউদ্দিন সোহাগ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের দুরসময়ের কান্ডারী ত্যাগী আপোষহীন বিপ্লবী নেতা আমিনুল ইসলাম খোকন। এ সময় আবু বক্কর সোহেল তার বক্তব্যে বলেন, যারা বাংলাদেশ আওয়ামীলীগের দু: সময়ে রাজপথে থেকে আন্দোলন করেছে মামলা হামলায় শিকার হয়েছে অর্থনৈতিক ক্ষতি গ্রস্থ হয়েছে তাদেরকে মূল্যায়ন না করে অর্থকে মূল্যায়ন করেছে উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান। যে ব্যক্তি রাজনীতিতে ছিলোনা রাজ পথে ছিলোনা আজ সে ব্যক্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহবায়ক। এমন অনৈতিক অর্থে গড়া কমিটিকে এই ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ কখোনই মেনে নিবে না। আমরা একযোগে আক্তার হোসেন জনির অপসারন ও যোগ্য ব্যক্তি রফিকুল ইসলাম রায়হান কে আহবায়ক হিসেবে দেখতে চাই এই দাবী পূরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এমন হুশিয়ারী করেন তিনি। এ সময় ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, খিলা বাজারের, মানিক, দেলোয়ার, আনিছ, সালাউদ্দিন, মাহমুদুল হাসান (মেনন চৌধুরী), মিরাজ চৌধুরী, হাবিব মোগল, নাহিদ আসলাম, আরফিন সুজন, আরফিন কিরন, শরীফ, সাখাওয়াত হোসেন, জুয়েল, কাউছার, স্বপন, মীর হোসেন, রুবেল, শরিফ সোহেল, রিপন, তাজুল ইসলাম, শাহাজান মেম্বার, তপু ইসলাম, ইব্রাহিম, বেরনাইয়া বাজারের, জসিম উদ্দিন, চাঁদ মিয়া, ইকবাল হোসেন স্বপন, সফিউল আজম বাহার, বুলবুল আহমেদ, শাখাওয়াত হোসেন, শাহ আলম, আবু বক্কর ছিদ্দিক, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, আল আমিন, আব্দুল কুদ্দুস, জগৎ, মাহীন, তৌহিদ, দুলাল, শরীফ মোঃ ইউনুছ, শান্ত, সোহেল, সাইফুল, বিপ্লব প্রমুখ।