প্রতিনিধি
গতকাল ২৬ মার্চ বেলা ৪টায় উপজেলা সদরে অবস্থিত মেসার্স শাহরাস্তি ব্রিক ফিল্ডে মাটি চাপা পড়ে আবদুর রউফ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। আরো ৩ জন আহত হয়েছে। তারা হলেন : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই গ্রামের বাদশা মিয়া (২৫), পিতা-আঃ খালেক, আবুল কালাম (৩০), পিতা-আইয়ুব আলী ও মিলন মিয়া (২৫), পিতা-নবী হোসেন।
জানা যায়, ইটভাটায় প্রতিদিনের ন্যায় শ্রমিকরা মাটির কাজ করছিলো। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও আঃ রউফ (পিতা-মৃত আবদুল কুদ্দুছ, সাং-আনোয়ার, উপজেলা-দিরাই)কে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।
আহতদের চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ৬ সন্তানের জনক।