শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলাবার রাত ৮ টায় উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের সুচিপাড়া মধ্যবাজারের সুচিত্রা স্টুডিওতে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, ওই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল (৪৫),সুরেন্দ্র চক্রবর্তীর পুত্র সঞ্জিত চক্রবর্তী (৪০), মোস্তফা কামালের পুত্র মোশারফ হোসেন (৩৭) দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। ওই দিন তাঁরা সুচিপাড়া বাজারে ইয়াবা বিক্রির উদ্দেশে আসেন। ওই সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ২৫ পিচসহ তিন জনকে আটক করে। মাদক উদ্ধারকারি শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই)বাছির আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই )রকিবুল ইসলাম ও এটিএসআই সুদর্শন চন্দ্রকুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু শেষে জেল হাজতে প্রেরণ করেন।