হাসানুজ্জামান : চাঁদপুরের শাহরাস্তিতে মোঃ হেদায়েত উল্যাহ (৫৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর হোসেন মোল্লার বাড়ি পাশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, একই উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র হেদায়েত উল্যাহ দীর্ঘদিন অপ্রকৃতস্থ ছিলো। গত শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের লোকজন বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। গতকাল রবিবার সকালে পাশ্ববর্তী পরানপুর গ্রামের হোসেন মোল্লার বাড়ির পাশের গাছে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা তার লাশ ঝুলে থাকতে দেখে।
খবর পেয়ে স্থানীয়রা ওই ইউপি চেয়ারম্যান মোঃ আবদুচ সাত্তার, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ সুমনকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানা পুলিশকে অবগত করেন।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ খোরশেদ আলম ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
চাঁদপুর নিউজ সংবাদ