আহসান হাবিব পাটওয়ারীঃ
চাঁদপুর জেলার শাহরাস্তির ঐতিহাসিক জৈনপুরের পীরে কামেল অলিয়ে আবদাল মরহুম হযরত মাওলানা মোঃ মবিন আহম্মেদ আতেকী সাহেবের ৫৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন অন্তঃগত বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩১জানুয়ারী-২০১৯ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হইতে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন পীরে কামেল, আলহাজ্ব হযরত মাওঃ নেহাল আহম্মেদ আতেকী সাহেব, জৈনপুর, ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন, পীরে কামেল হযরত মাওঃ মোঃ আব্দুল হাই আতেকী সাহেব,জৈনপুর, ভারত। প্রধান মেহমান হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মুফতি এনায়েতুল্লা আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুর, ভারত। এছাড়াও আরো আলোচনা করবেনঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মিডিয়া আলোচক হযরত মাওঃ ফখরুদ্দীন আহম্মেদ, চেয়ারম্যান, কোরআন এন্ড সুন্নাহ রিচার্জ সেন্টার, ঢাকা। হাজীগন্জ আল কোরআন একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ উদিয়মান বক্তা, হযরত মাওঃ হাফিজ আহমেদ আনসারী। আমলিঘোলা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব, (লালবাগ, ঢাকা) মাওঃ সফিকুর রহমান সাহের। কুমিল্লা, চান্দিনার, মাওঃ হাফেজ মোসলেহ উদ্দিন সাহেব। ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক, মাওঃকামালুদ্দীন আব্বাসী সাহেব। আহম্মদ নগর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হফেজ আবু সুফিয়ান সাহেব।