চাঁদপুরের শাহরাস্তিতে ৮ হাজার ৪শ’ ৭৭ জন করোনার টিকা গ্রহণ করেছেন। শনিবার (৮ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ৬ হাজার ৭শ’ ৬১ জন প্রথম ডোজ করোনার ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে ৫ হাজার ২শ’ ৬১ জন ইতোমধ্যে ১ম ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছেন। ১ম ও ২য় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ৮ হাজার ৪শ’ ৭৭ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান,
শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ্য রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।
চাঁদপুরনিউজ/এমএমএ/