চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের আখন্দ বাড়ির মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ নয়ন হোসেন (২০) তার বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাড়া আখন্দ বাড়ির মৃত দেলোয়ার হোসেন দীর্ঘ ১৯ বছর পূর্বে এক সন্তান নয়ন হোসেনকে রেখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর স্ত্রী নুর নাহার একই বাড়ির কামাল হোসেন দুলালের কাছে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। শিশুপুত্র নয়নকে তার চাচা ও বাড়ির লোকজন লালন-পালন ও লেখাপড়ার খরচ বহন করে আসছে। এরই মধ্যে নয়ন হাজীগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের এইচ.এস.সির দ্বিতীয় বর্ষের ছাত্র। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নয়নের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ বাড়ির লোকজন শাহরাস্তি থানাকে অবহিত করলে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঝুঁলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করে। উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম আজাদ জানান, মৃত নয়নের কান দিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।