হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি-কচুয়া এ দুই উপজেলার একটি সংযোগ রাস্তার নাম কাঁকৈরতলা-রসুলপুর। পৌনে দুই কিলোমিটারের এ রাস্তাটিতে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার খানেক এলাকাবাসী যাতায়াত করে। বর্তমানে রাস্তাটি বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছে। যে কারণে রাস্তাটি পুনঃ মেরামতের প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। জানা যায়, শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কাঁকৈরতলা বেপারী বাড়ি থেকে পাশ্ববর্তি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রসুলপুর সংযুক্ত রাস্তাটি মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতায় কাবিখা’র অনুদানে দু’বার মেরামত করা হয়। বিগত বিএনপি সরকারের আমলে ওই রাস্তার কচুয়া উপজেলার অংশে একটি কালভার্ট নির্মাণ করে। এছাড়াও চলমান আওয়ামী সরকারের অর্থায়নে শাহরাস্তি উপজেলার অংশে ২য় কালভার্ট নির্মাণ করে সংশ্লিষ্ট প্রশাসন। এলাকাবাসী জানায়, রাস্তার পাশ্ববর্তি বেশ ক’টি গ্রামের লোকজনের স্বাভাবিক চলাচলে একমাত্র রাস্তা এটি। এ রাস্তা সংলগ্নে একটি মোক্তব চলমান এবং অচিরেই এলাকাবাসীর সুবিধার্থে একটি নতুন মসজিদ নির্মাণের কর্মসূচী প্রক্রিয়াধীন। যে কারণে এ রাস্তাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি পৃষ্ঠপোষকতায় জরুরী ভিত্তিতে উক্ত রাস্তাটি পুনঃ মেরামত করার দাবী জানান তারা।