মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে কিশোরী মেয়েদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগষ্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাপান ইন্টারন্যাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তার উপজেলা অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপেিতত্ব এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছান উল্যাহ চৌধুরী, ইউ.ডি.এফ. (জাইকা) পবিত্র চন্দ্র দাস। অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন মোঃ শাহবুদ্দিন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাসরিন সুলতানা, ডাঃ নুসরাত ইমাম সানি।