শাহরাস্তি সংবাদদাতা: শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার (শাপউস) কোভিড-১৯ হতে সুরক্ষায় গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল।
শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবদুল মান্নান দুলালের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা গাজী মোঃ আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক বকাউল, সহকারী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, সমাজকর্মী কাজী মোস্তফা কামাল প্রমুখ।