মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে গাঁজা বিক্রির দায়ে মোঃ হাসান (২২) নামে ১ যুবককে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রির দায়ে তাকে দেড় বছরের সাজা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ এ সাজা প্রদান করেন। শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের পাঁচকড়ি মিজি বাড়ীর রুহুল আমিনের পুত্র মোঃ হাসান দীর্ঘদিন যাবৎ গাঁজা সেবন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মহিন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সূচীপাড়া বাজারে গাঁজা বিক্রিরত অবস্থায় দেড়শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওই দিন বেলা ২ টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।