প্রতিনিধিঃ
শাহরাস্তিতে পৃথক অভিযানে গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিতোষী বাজার সিএনজি স্ট্যান্ড থেকে দীপক সরকার (৩০) ও গত বুধবার গভীর রাতে পৌরসভার উপলতা এলাকা থেকে প্রদীপ সরকারকে (৩২) শাহরাস্তি মডেল থানা পুলিশ আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের বিরেন্দ্র সরকারের পুত্র দীপক সরকার গত বৃহস্পতিবার দুপুরে চিতোষী বাজার এলাকায় গাঁজা সেবন করছিল। ওই সময় চিতোষী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। একই দিন বিকেলের মডেল থানা পুলিশ দীপককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদের আদালতে হাজির করে। আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদক-দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
অন্যদিকে গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উপলতা গ্রাম থেকে হাজীগঞ্জ থানায় জি.আর ২৭২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সরকার বাড়ীর মৃত কানু সরকারের পুত্র প্রদীপ সরকরকে (৩২) থানা পুলিশ আটক করে। গতকাল বৃহস্পতিবার থানা পুলিশ তাকে চাঁদপুর জেলা হাজতে প্রেরণ করে।