শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের মজুমদার বাড়ীতে বসত ঘরের উপর গাছ ভেঙ্গে পড়েছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ঘরটি ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই বাড়ীর মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বসত ঘরের উত্তর পাশে মন্টু মজুমদারের মালিকানাধীন একটি কড়ই গাছ ঘরের উপর পড়ে। ঘরে অবস্থানরত বৃদ্ধ মা সহ ৬ সদস্যের কেউ আহত না হলেও একমাত্র মাথা গোজার আশ্রয়টুকু শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, তার প্রতিবেশী মন্টু মজুমদারকে ঝুঁকিপূর্ণ এ গাছটি কাটার জন্য বার বার তাগিদ দিলেও সে এ ব্যাপারে কর্ণপাত করেনি। সদ্য প্রয়াত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ বার বার এ ব্যাপারে উদ্যোগ নিলেও মন্টু মজুমদারের এক গুয়েমিতে ঝুকিপূর্ণ এ গাছটি সরানো সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, মন্টু মজুমদার তার গোড়ামীর কারনে স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার উপেক্ষা করে যাচ্ছে।
ভেঙ্গে পড়া গাছটি ছাড়াও বেশ’কটি ঝুঁকিপূর্ণ গাছের কারণে যে কোন মুহুর্তে আরো বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।