শাহরাস্তি: বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধু। তার বিষপানকে কেন্দ্র করে এলাকায় উঠেছে নানা গুঞ্জণ। ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তিতে ঘটে। জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর বিডিআর বাড়ির হাসান আহম্মদের কন্যা কুলছুমা বেগম (১৭) পিত্রালয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। গত রোববার দুপুরে বিষপানের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত ডাঃ শরীফ বুলবুল তার চিকিৎসা করেন। এ বিষয়ে ডাঃ শরীফ বুলবুল জানান, যে কোনো ফসলে দেয়া কীটনাশক ঔষধ সেবন করেছে কুলছুমা। যথাযথ সময়ে তাকে হাসপাতালে আনায় মৃত্যু থেকে বেঁচে যায়। বিষ খাওয়া গৃহবধু কুলছুমা জানান, আমি দুপুরে ঘুম থেকে জেগে ভুলে ক্ষেতের ঔষধ খেয়ে ফেলি। এক প্রশ্নের জবাবে সে আরও জানায়, আমার ছোট ভাই ফয়সাল টেবিলের উপর কীটনাশক ঔষধটি রাখে। ফয়সালকে জিজ্ঞেস করলে সে জানায়, প্রায় দু’মাস আগে আমার বড় ভাই জসিম উদ্দিন ধানের ক্ষেতে দেয়ার জন্য এই কীটনাশকটি আনে। আর এ বিষের বোতলটি আমাদের টেবিলের নিচে ঘরের খুঁটির কোনে ছিলো। বড় বোন ফাহিমা জানায়, দু বোন একসাথে দুপুরে কোরআন পাঠ করি। হঠাৎ সে উঠে টেবিলের নিচ থেকে কীটনাশকের বোতলটি তুলে বিষপান করে। আজকে ক’দিন থেকে তার কি হয়েছে তা বুঝতে পারছি না। গৃহবধু কুলছুমার বড় বোন ফাহিমা মূল ঘটনা বা বিষপানের কারণ লুকানোর চেষ্টা করে। ফাহিমার চাচি জানায়, ৫/৬ মাস পূর্বে কুলছুমের বিয়ে হয়। স্বামী পরিবারের দেনা-পাওনা পরিশোধ না করায় কুলছুম প্রায়ই তার বাপের বাড়িতে থাকে। হয়তো স্বামী পরিবারের মানসিক নির্যাতনের কারনে বিষপান করে। এলাকাবাসী সূত্রে জানা যায় ভিন্ন মন্তব্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক মেম্বার জানায়, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তারের উত্তোক্ততার কারনে কুলছুম বিষপান করে। যা নিয়ে এলাকায় চাপা গুঞ্জন রয়েছে। এ বিষয়ে কুলছুম পরিবার সামাজিক ও স্বামী পরিবারের দায়বদ্ধতা এড়াতে প্রকৃত ঘটনাটি এড়িয়ে যান। তবে ঘটনাটি কুলছুমের স্বামী পরিবারে নানা সন্দেহের তীর ছুড়েছে বলে সুধীমহল জানান। কখন একটি মেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে তা এ সমাজ অবশ্যই বুঝে- সমাজের কিছু ঘৃনিত ব্যক্তি দ্বারা যখন একটি নব গৃহবধু তার নিজ সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হয় তখনই এ ধরনের ঘটনা ঘটে। তাই এ ধরনের দুশ্চরিত্রবান ব্যক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
শিরোনাম:
শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।