শাহরাস্তিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। সোমবার ৪ জানুয়ারি সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের বর্ধন বাড়ির গৌতম পালের পুত্র জয়ন্ত পাল প্রকাশ শান্ত পালের স্ত্রী হীরা রাণী পাল (২১) রোববার বিকেলে নিজ ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই মানিক চন্দ্র দাস বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিহতের শ্বশুর গৌতম পাল ও শাশুড়ি বীনা রাণী পালকে আটক করেন। নিহতের স্বামী জয়ন্ত পাল প্রকাশ শান্ত পাল পলাতক রয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। স্বামী জয়ন্তকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।