হাসানুজ্জামান : গতকাল শাহরাস্তি উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রদলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি এম এ মতিন। তিনি বরেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন করবে না বিএনপি। নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। আগামীর সমৃদ্ধ দেশ গড়তে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে। ১৯৭৯ সাল থেকে আমি মেজর জিয়ার হাত ধরে এ এলাকার উন্নয়ন উৎপাদনে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও আমি নিজকে জনগনের কল্যাণে উৎসর্গ করবো। তারেক রহমান আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ার কর্ণধার তার নেতৃত্বে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। পৌর ছাত্রদলের সভাপতি আকতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মুন্সির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শাহরাস্তি পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবদল সভাপতি মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক আবদুর রহিম মাস্টার, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা শাহাদাত হোসেন মাস্টার, বেলায়েত হোসেন মুন্সি, সাবেক পৌর যুবদল সভাপতি শাহজাহান মজুমদার সাজু, পৌর যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, সাধারণ সম্পাদক হাজী আলাউদ্দিন সুমন, সৌদি প্রবাসী বিএনপি নেতা মোঃ কাজী জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা জুবায়ের আল নাহিয়ান রাজু প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল দুপুরে মেহের ষ্টেশন থেকে বর্ণীল সাজে সজ্জিত হয়ে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সহস্রাধিক নেতাকর্মী দোয়াভাঙ্গা হয়ে শাহরাস্তির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি পৌরসভা কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের শেষে কেক কাটার মাধ্যমে শেষ হয়।