শাহরাস্তি: শাহরাস্তিতে বালু ভর্তি ট্রাক ও সিএনজি স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আরো ২ জন গুরুতর আহত হয়েছে। নিহত দু’জন হচ্ছেন হাজীগঞ্জের জসিম ও সিএনজি স্কুটার চালক শাহরাস্তির মনির মোল্লা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কস্থ ওয়ারুক স্টেশনের আজগরা রাস্তার সম্মুখে।
হাজীগঞ্জ থেকে বালু ভর্তি ঘাতক ট্রাকটি কুমিল্লা যাচ্ছিলো। ট্রাকটির নং ঢাকা- মেটো-৬-১১-০৫৯৯। আর শাহরাস্তি থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জ আসছিলো সিএনজি স্কুটারটি। তখন দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সাথে সাথে ঘটনাস্থলে হাজীগঞ্জ পাটওয়ারী বাড়ির শের আলীর ছেলে জসিম (৫০) মারা যান। আর গুরুতর আহত হন সিএনজি স্কুটার চালক শাহরাস্তির সূচীপাড়া এলাকার জাফর মোল্লার ছেলে মনির মোল্লা (২৪)। তাকে রাতে আশঙ্কাজনক অবস্থায় আলীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা নেয়ার পথে মারা যান। অপর দু আহতরা হচ্ছেন স্কুটারের যাত্রী বরুড়া থানার সুলতান আহম্মেদের ছেলে আলমগীর (৩০) এবং শাহরাস্তি উপজেলার শোরশাক এলাকার আরব আলীর ছেলে সুমন (২২)। আহত ২ জনকে আলীগঞ্জস্থ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার সাথে সাথে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক ট্রাকটি আটক করেন এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিএনজি স্কুটারটি উদ্ধার করেন।
হাজীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, আলীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার সিএনজি চালক মনির মোল্লার অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা রেফার করেন। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক গাড়িটি বিকল বলে এড়িয়ে যান। এতে হাসপাতালে আহতদের দেখতে আসা স্বজনরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের চালক ইদ্রিস পাটওয়ারী হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে হাজীগঞ্জ বাজার থেকে একটি মাইক্রো ভাড়া করে তাকে কুমিল্লা নেয়ার পথে মারা যান।