শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে আসা সাগরিকা এঙ্প্রেসের নিচে পড়ে মহিলাটি প্রাণ হারান। দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বিপুলসংখ্যক নারী, পুরুষ এবং কিছুক্ষণ পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মহিলার সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। মহিলার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মহিলাকে সনাক্ত করে। পরিবারের সদস্যরা জানান, মহিলার নাম আমেনা বেগম (৫০)। তিনি বরুড়া উপজেলার মানিকসার গ্রামের মুন্সিবাড়ির ভ্যান চালক আঃ রহিমের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী। প্রায় এক সপ্তাহ পূর্বে তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার ছোট বোন রোজিনা আক্তার জানান, তিনি মানসিক রোগী। তিনি কাউকে কিছু না জানিয়ে চলে আসেন। মেয়ে জোৎস্ন্যা আক্তার জানান, তারা মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে চান। তার মা কীভাবে এখানে এসেছে তার বিষয়ে কোনো কিছু বলতে পারেনি তিনি।