শাহরাস্তি উপজেলার বরুলিয়া এলাকায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আর হেলপার আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ৮ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এঙ্প্রেস ট্রেনটি বরুলিয়া এলাকা অতিক্রমকালে কাকৈরতালা-শাহরাস্তিবাজার সড়কের রেললাইন পার হওয়ার সময় পিকআপ ভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালক সাহাদাত হোসেন (৩৮) মারা যান। সংঘর্ষের ঘটনা দেখে স্থানীয় এলাকাবাসী নিহত সাহাদাতকে উদ্ধার করে। এ ঘটনায় হেলপার আনোয়ারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। নিহত সাহাদাতের বাড়ি মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামে। সে মীর বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। আহত হেলপার একই ইউনিয়নের তারাপুর গ্রামের সফিকুল রহমানের ছেলে। তারা কাকৈরতলা বাজারের হেলালের দোকান থেকে তৈল নিয়ে শাহরাস্তি বাজার অভিমুখে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, বরুলিয়া সড়কে কোনো প্রকার রেল গেইট ও গেইটম্যান না থাকায় যাত্রীসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়।