শাহরাস্তি প্রতিনিধি ঃ
শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে ডাকাত সর্দার মোঃ আবু হানিফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, রায়শ্রী দক্ষিন ইউনিয়নে সম্প্রতি সংগঠিত ডাকাতির ঘটনাগুলোতে আবু হানিফের সংশ্লিষ্টতা রয়েছে। এলাকার সকল ডাকাতির ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। ইতোপূর্বে আটক ডাকাতরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে হানিফের নাম বলেছে। গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে ৬ গ্রামের মানুষ একত্রিত হয়ে কুরকামতা এলাকায় মানববন্ধন করেছে। তাকে বেরনাইয়া এলাকায় প্রবেশ করলে এলাকাবাসীর পক্ষ হতে প্রতিহত করার ঘোষনা দেয়া হয় মানববন্ধন থেকে।
এতে উপস্থিত ছিলেন, রবিউল আউয়াল, আবু বকর, আনোয়ার, মজিব, স্বপন, নয়ন, রিপন, মোজাহের, জাহিদ, রিপন, জগত, সৈকত, শাহাদাত, শামীম, কুদ্দুছ, মাইনুদ্দিন, নেয়ামত, কাদের, ইউসুফ, আরিফ,সুফিয়ান, রুবেল, নাজমুল, সোহেল, মনজুর, খোকনসহ বেরনাইয়া, রঘুরামপুর, পরানপুর, নোয়াপাড়া, গ্রামখিলা, শিবপুর, কৃষ্ণপুর গ্রামের কয়েকশ জনতা।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।