শাহরাস্তি উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক রেল স্টেশন বাজার সংলগ্ন রাজাপুর এলাকায় সড়কের পাশে ড্রাম ভর্তি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় স্থানীয় জনগণ তারা বন্ধ ড্রামটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করার জন্যে সাব ইন্সপেক্টর আব্দুল আউয়ালকে ঘটনাস্থলে পাঠান। এসআই আব্দুল আউয়াল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে তলার ভেতর মরদেহ দেখে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এসপি মহোদয়কে বিষয়টি অবহিত করেন। এর কিছুক্ষণ পর সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে মৃতদেহ বের করেন। ধারণা করা হচ্ছে, তার বয়স (৩২), যুবকটির পরনে রয়েছে টিশার্ট ও জিন্স পেন্ট। যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকেল থেকেই ড্রামটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। কে বা কারা এখানে ড্রামটি ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে মেরে ড্রামে ঢোকানো হয়েছে। সংবাদ পেয়ে শত শত জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।