প্রতিনিধি
শাহরাস্তিতে একই পরিবারের সকলকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। আর নেশা মিশ্রিত খাবার খেয়ে ওই পরিবারের ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ দক্ষিণ-পূর্বপাড়া আবদুল আলী মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় ওই বাড়ির আবুল বাসারের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ওই পরিবারের বসতঘরের দরজা খোলা অবস্থায় এবং পরিবারের সদস্যদেরকে অচেতন অবস্থায় দেখতে যায়। পরে বাড়ির ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হচ্ছেন গৃহকর্তা মোঃ আবুল বাসার (৭৫), গৃহিণী পারভীন আক্তার (৫০), মেয়ে হাসিনা ইসলাম (২৭), ছেলে ফয়েজ আহমেদ (২৩), মেয়ে জান্নাতুল ফেরদাউস (২১), মেয়ে রুনা আক্তার (১৯), নাতী মেহেদী ইসলাম মারুফ (৯) ও নাতনি সানজিদা ইসলাম (৭)।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাতের খাবারের সাথে কে বা কারা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়ার কারণে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সবাই অচেতন হয়ে পড়ি। আর এ সুযোগে দুর্বৃত্তরা আমাদের ঘরে রক্ষিত বিভিন্ন কোম্পানীর ৭টি মুঠোফোন, ৪টি স্বর্ণের চেইন, ৩ জোড়া কানের দুলসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। এ বিষয়ে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।