শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিন ইউনিয়নের আলীপুর সুতার বাড়ির সামনে পাওনা টাকা চাওয়ায় আবুল কাশেম (১৮) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে আহত করা হয়েছে। গত ৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে আহতের পরিবার সুত্র জানায়, রাড়া রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র আবুল কাশেম আলীপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র মাহবুব আলমের (২১) অধীনে রাজমিস্ত্রির কাজ করতো। এ বাবদ শ্রমিক হিসেবে কাশেম মাহবুবের কাছ হতে ১ হাজার ৮ শত টাকা পাওনা হয়। ঘটনার দিন কাশেম তার পাওনা টাকা চাইলে মাহবুবের সাথে বাক বিতান্ডা হয়। একপর্যায়ে সে কাশেমকে কিল, ঘুষি, চড় ও লাথি মেরে আহত করে পাশের পুকুরে ফেলে দেয়। এলাকার লোকজন কাশেমকে উদ্ধার করে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে নালিশ জানাতে কাশেমের ভাই রায়হান ও কাইয়ুম তাদের গ্রামের প্রবীন মোঃ সফিকুর রহমানকে নিয়ে মাহবুবদের বাড়িতে গেলে তারা পুনরায় চড়াও হয়। এ সময় নূর মিয়ার পুত্র নজির ইসলামকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিককে রাতেই ঘটনাটি অবহিত করা হয়।