প্রতিনিধি —
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের আনন্দপুর গ্রামের জয়নাল আবেদীন (৮১)-কে হত্যার চেষ্টা করে পার্শ্ববর্তী মেহের উত্তর ইউনিয়ন পরিষদের শেক্কুনী গ্রামের একটি পরিবার।
জানা যায়, জয়নাল আবেদীন গত ২ ডিসেম্বর সকাল ১১টায় শাহরাস্তি রেল গেইট এলাকা হয়ে আনন্দপুর গ্রামে তার বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা শেক্কুনী গ্রামের মোজাহের, আমিন, ও তাদের পিতা তাজুল ইসলাম হঠাৎ করে জয়নালকে কিল-ঘুষি মেরে জোরপূর্বক বাড়ির ভেতরে নিয়ে একটি রুমে আটক করে টানা ১ঘন্টা ধরে শারীরিক নির্যাতন চালায়। এসময় আমিন ও তার স্ত্রী মনি আক্তার জয়নালকে উলঙ্গ করে শরীরের বিভিন্নস্থানে দা-ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করে দেয়। আমিন তার হাতে থাকা দা দিয়ে জয়নালে হাতের কব্জিতে এলোপাতারি কুপিয়ে জখম করে। খবর পেয়ে সাবেক ইউপি মেম্বার শহিদ উল্যাহ, জাহাঙ্গীর, হেলাল ও মনির হোসেন ওই বাড়িতে উপস্থিত হলে বাড়ির লোকজন আত্মগোপন করে।
এসময় তারা তাজুলের বাড়ির একটি বদ্ধ কক্ষ থেকে জয়নালকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সাবেক ইউপি মেম্বার জানান, জয়নালকে সম্পূর্ণ অচেতন অবস্থায় পাওয়া গেছে। তার হাতের কব্জিতে একাধিক কোপের দাগ ও শরীরের বিভিন্নস্থানে ক্ষত দেখা গেছে। অনুমান করা হচ্ছে তার হাত পা বেধে ও উলঙ্গ করে বেদম মারধর করা হয়েছে। তার হাতের কব্জিতে ১২টি সেলাই করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত তিন বছর পূর্বে জয়নালের মেয়ের জামাতাকে সৌদির ভিসা দিবে বলে তাজুলের বড় ছেলে মোজাহের ও ছোট ছেলে আমিন ৩লাখ টাকা নেয়। কিন্তু দীর্ঘ ৪ বছরেও ভিসা না দেয়ায় জয়নাল তাদেরকে টাকা ফেরৎ দিতে বলে। মোজাহের ও আমিন দেয় দিচ্ছি বলে সময় পার করতে থাকে। বাধ্য হয়ে জয়নাল শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করলে বিবাদী মোজাহের ও আমিন গ্রাম্য সালিশের দারস্থ হন। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত মতে ৭০ হাজার টাকা ফেরৎ দেয় মোজাহের। বাকী টাকা এক মাসের মধ্যে ফেরৎ দেয়ার কথা বলে গোপনে মোজাহের সৌদি চলে যায়।
গত কিছুদিন পূর্বে মোজাহের বিদেশ থেকে বাড়িতে আসলে পুনরায় জয়নাল বাকী দু’ লাখ টাকার কথা তুলে। টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় মোজাহের। পারলে তার বিরুদ্ধে আদালতে মামলা মোকদ্দমা করতে। আবার তার কাছে টাকা চাইতে আসলে ইভটিজিংয়ের মামলায় ঢুকায় দিবে। বিষয়টি জয়নাল স্থানীয় চেয়ারম্যান ও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে আমিন ও মোজাহের উল্লেখিত দিন জয়নালকে তুই ইভটিজিং করছস, তুই আমার বউরে জড়ায় ধরছোস বলে এলোপাতারী কিল-ঘুষি ও লাথি মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে কলাস্বিল গেইট আটকিয়ে একটি বদ্ধ কক্ষে আটক করে নির্যাতন চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।