শাহরাস্তি প্রতিনিধি ঃ
শাহ্রাস্তি মডেল থানা পুলিশের ব্লক রেইড অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক, জঙ্গিবাদ, সন্দেহভাজন ব্যক্তিদের আভাসস্থল, বিভিন্ন ম্যাচ, ভাড়া বাসায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক (এস.আই) সমীর মজুমদার, মোঃ কামাল হোসেন, এএইচএম মাহে আলম, মোঃ বাছির আলম, আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মোশাররফ হোসেন, মোঃ শামছুল আমীন, মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স।
ব্লক রেইড অভিযানে বিভিন্ন ম্যাচ ও ভাড়া বাসায় তল্লাশী চালানো হয় এবং ওই সময় মালিকদের ভাড়াটিয়াদের তথ্য সম্পূর্ণরুপে সংগ্রহে রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়া কোন প্রকার সন্দেহজনক লোকদের আনাগোনা লক্ষ্য করলে তাৎক্ষনিক আইনশৃংখলা বাহিনীকে জানানোর পরামর্শ দেয়া হয়।
অভিযান চলাকালে রাত ৮টা ৩০মিনিটের সময় উপ-পরিদর্শক বাছির আলম, সহঃ উপ-পরিদর্শক সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স উপজেলার মেহের দক্ষিণ ইউপির দেবকরা গ্রামের ঠাকুর বাড়ির জাকির হোসেনের পুত্র কুখ্যাত মাদক বিক্রেতা বহু মাদক মামলার আসামী জহির হোসেন (৩৮) কে ২শ গ্রাম গাঁজা সহ আটক করে।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।