রফিকুল ইসলাম বাবু, চাঁদপুরের শাহরাস্তিতে পৌর কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামীদেরকে আটক করা হয়।
জানা যায়, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম সহ এএস আই- অর্জুনসঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান। তখন পৌর শহরের ঠাকুরবাজার এলাকার মৃত হালিম মিয়ার পুত্র ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর (রাজনৈতিক নেতা) আব্দুল কুদ্দুছকে সি আর ২৪৮/১৯ মামলা আটক করে। পৌর শহরের কাজির কাপ এলাকার সফিউল্লাহর পুত্র মোঃ জাফর ইকবাল (সাজাপ্রাপ্ত আসামী)। দৈকামতা গ্রামের আব্দুল আজিজের পুত্র মোঃ ফরহাদ হোসেনকে এবং আলিপুর গ্রামের মৃত ইদ্রিস ফকিরের পুত্র গিয়াসউদ্দিন ফকিরকে মামলায় আটক করে বুধবার দুপুরে আটককৃতদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।