
শাহরাস্তি সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক হোসেন মিয়াজীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কাজির কাপ মহল্লায় এ নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ডপৌর বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক জেলা সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আয়েত আলী ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও হাজীগঞ্জ পৌর মেয়র সাবেক আব্দুল মান্নান খান বাচ্চু ,বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, হাজিগঞ্জ বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাটোয়ার ,বিএনপির সাংগঠনিক সম্পাদক এটি এম জিয়াউদ্দিন বাদল,পৌরসভার বিএনপির সভাপতি সিএ খায়ের, , আব্দুর রহিম পাটোয়ারী ,শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম পাটোয়ারী, অধ্যাপক মোজাহের হোসেন,রায়শ্রী দক্ষিণের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুস সাত্তার, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী,সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট শাহেদুল হক সোহেল।
এছাড়া পৌর যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুম রিপন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, রায়শ্রী বিএনপি নেতা মাহবুব আলম পৌর ছাত্রদলের আহবায়ক মাজারুল হক জুয়েল ,৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/