শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে প্রতিবন্ধি ভাইয়ের সম্পত্তি ছোট ভাই জোর পূর্বকভাবে জবর দখল করে বসত ঘর নির্মান করে বসবাস করে আসছে। প্রতিবন্ধি ভাই মোহাম্মদ হোসেন সম্পত্তির মালিক হওয়া সত্বেও বিভিন্ন হয়রানি শিকার হচ্ছে বলে লিখিতভাবে অভিযোগ পাওয়া গিয়াছে।
অভিযোগ সূত্রে যানা যায়, উপজেলার রায়শ্রী (দঃ) ইউনিয়নের কুরকামতা গ্রামের বাসিন্দা (১) মোহাম্মদ হোসেন (৪৮) (২) হাছান আলী বাচ্চু (৪৫) ও (৩) মোঃ আবুল কালাম (৪০), পিতাঃ মৃত আমিনুল হক, মাতাঃ মৃত মমিনা খাতুন ৩ পুত্র রেখে মৃত্যুবরণ করে। মমিনা খাতুন মৃত্যুর পূর্বে তার স্বামীর ওয়ারিশ মূলে ১৫ শতক সম্পত্তির মালিক হয়ে তার ৩ পুত্রকে সমান বন্টনে সম্পতি দলিল মূলে করে যায়। মাতা মৃতঃ মমিনা খাতনের বিগত ২২ ডিসেম্বর, ১৯৯৭ইং সালে চিতোষী সাব রেজিষ্টারী অফিসে মোহাম্মদ হোসেনকে ৫৬৯১নং সাফ কবলা দলিল মূলে পার্শ্ববর্তী মেহের (দঃ) ইউনিয়নে দেবকরা (হাঙ্গারপাড়) মৌজার সাবেক ৫৭১ হালে ১৬২৫নং দাগে ৩.৭৫ শতক ও সাবেক ৫৬৭ ও ৫৬৯ দাগের হালে ১৬৪০ দাগের ১.২৫ শতক সম্পত্তি উভয় দাগে ৫ শতক করে সাফ কবলা মূলে লিখিতভাবে দিয়ে যায়। মোহাম্মদ হোসেন সাফ কবলা দলিল মূলে ২৫৭০/২০১৪-১৫ইং সালে নাম জারী ও জমা খারিজ মোকদ্দমায় ১১০৫নং খতিয়ান সৃজন করিয়া বর্তমানে মালিক বিদ্যমান রয়েছে। মোহাম্মদ হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে তার ছোট ভাই হাসান আলী বাচ্চু জোর পুর্বকভাবে তার খরিদা সম্পত্তি দখল করে ঘর নির্মান করে বসবাস করে আসছে। এই নিয়ে এলাকায় বহুবার দেনদরবার করে কোন সুরাহা হয়নি। বর্তমানে মোহাম্মদ হোসেন প্যরালাইসিস রোগে আক্রান্ত হয়ে লাঠির উপর ভর করে চলাফেরা করছে। বর্তমানে মোহাম্মদ হোসেন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বহুবার ধরণা দিয়েও তার ছাফকবলা সম্পত্তি ভাইয়ের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। এতে মোহাম্মদ হোসেন নিরুপায় হইয়া কোন প্রতিকার না পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের বরাবর গত ১৯/০২/২০১৭ইং তারিখে লিখিতভাবে সম্পত্তি পুনঃউদ্ধারের জন্য একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফকে সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শ প্রদান করেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, জনৈক প্রতিবন্ধি মোহাম্মদ হোসেনের সম্পত্তি সংক্রান্ত ইউপি চেয়ারম্যান সফি আহম্মদ মিন্টুকে সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে। এই দিকে হাসান আলী বাচ্চু ও তার স্ত্রী রেজিয়া বেগম উল্লেখিত বিষয়ে স্থানীয় শালিসদারকে মীমাংসা করার আশ্বাস দিয়েও শালিসে না বসে প্রতারনা করে ঘুরে বেড়ায়। উল্লেখিত সম্পত্তি প্যারালাইসিস রুগী ও প্রতিবন্ধি মোহাম্মদ হোসেন তার সাফকবলা মূলে সম্পত্তি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।