মোঃ আমিনুল ইসলাম ঃ- শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে এক প্রবাসীর স্ত্রী। আতœীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটে। জানা যায়, ওই গ্রামের হাজী মহব্বত আলীর পুত্র আনোয়ার হোসেনের স্ত্রী শিরিন আক্তার তার বাড়ির সামনের সরকারী জায়গা লিজ নিয়ে নিজ প্রয়োজনে ব্যবহার করেন। প্রতিপক্ষ ওই জায়গা ব্যবহারে বাধা প্রয়োগ করলে আনোয়ারের স্ত্রী শিরিন আক্তার তাদের জিজ্ঞাসাবাদ কালে তারা শিরিনের উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। দীর্ঘদিন লেগে থাকা জটিলতায় একই এলাকার মৃত আবু মিয়ার পুত্র সুমন (২২) ও সাহেব আলীর পুত্র আবুল হাসেম (৩৫) উক্ত জায়গাকে কেন্দ্র করে জবর-দখল করতে হুমকি-ধমকি দিয়ে আসছে এমন অভিযোগ আহতের পরিবারের। অন্যদিকে শাহরাস্তি মডেল থানায় প্রবাসী আনোয়ারের পক্ষে তার বড় ভাই শহীদুল্লাহ্ বাদী হয়ে উক্ত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শহীদুল্লাহ্ বলেন, আমার ভাই আনোয়ারের অবর্তমানে তার স্ত্রী শিরিন আক্তার নিজ নামে লিজকৃত জায়গা ব্যবহার করছে। এতে প্রতিপক্ষগণ সহ্য করতে না পেরে বারবার হামলাসহ জবর-দখলের পাঁয়তারা করে আসছে। যার প্রেক্ষিতে তারা শিরিনের উপর হামলা চালায়- যা সভ্য সমাজের চিত্র নয়। যে কারণে ভাইয়ের অবর্তমানে আইনের সহায়তা পেতে বাদী হয়ে অভিযোগ করেছেন বলে তিনি জানান।
আহত শিরিন আক্তার বলেন, প্রতিপক্ষগণ দখল নেয়ার চেষ্টা কালে আমি তাদের নিষেধ করি। এ সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে মৃত আবু মিয়ার পুত্র সুমন ও সাহেব আলীর পুত্র আবুল হাসেম তাদের ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে আমার উপর হামলা চালায়। তার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা কালে কাউকে পাওয়া যায়নি।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।