শাহরাস্তিতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৩জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কালীবাড়ি-হোসেন আহম্মদ সড়কের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, দোয়াভাঙ্গাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২৯-৯৮৭৭) ও খিলাবাজারগামী সজীব এন্টারপ্রাইজের সিএনজি স্কুটারটি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে স্কুটারটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় স্কুটারে থাকা যাত্রী উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা গ্রামের মৃত সামছুল হকের পুত্র আবুল কালাম বেপারী (৬০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও স্কুটার চালক আলামিন (২২) আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করায়। আহত আবুল কালাম বেপারীর অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি শাহরাস্তি মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলাউদ্দিন শাকিল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্কুটারের মালিক মেহের স্টেশন এলাকার সোলেমান জানান, আমি ঘটনার সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেই। বর্তমানে আহতদের অবস্থা কিছুটা উন্নতির পথে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চালক দ্রুত গতিতে সিএনজি স্কুটারটি চালানোয় রাস্তার মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। চালকদের আরো সর্তক হয়ে গাড়ি চালানো উচিত এবং প্রশিক্ষিত চালক ছাড়া অন্য কাউকে কোনো গাড়ির মালিক তার মালিকীয় গাড়ি না দেয়ার অনুরোধ জানাই।