মোঃ জামাল হোসেনঃ “বাড়বো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার ও করফুলেন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা মজুমদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রাণিসম্পদের উপর গুরুত্ব দিতে হবে। প্রাণিজ আমিষ ও পুষ্টির জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থার মাধ্যমে প্রাণিসম্পদের উন্নতি ঘটাতে হবে। আমাদের ক্ষুদ্র খামারীদের প্রশাসনিক ভাবে সহযোগীতার মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করতে হবে। প্রাণিসম্পদে উন্নতি ঘটলেই আমাদের দেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ সাওকাত হোসেন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার ৬ জন শ্রেষ্ঠ খামারিকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। তারা হচ্ছেন- উদ্ভাবনী মোঃ আবদুল মতিন সর্দার, ব্রয়লার মোঃ শামছুজ্জামান তুহিন চৌধুরী, উদ্যোক্তা মোঃ শাহদাৎ হোসেন মাসুদ, লেয়ার মোঃ ফজলুর রহমান, ডেইরি খোরশেদ আলম ও তরুণ উদ্যোক্তা মোঃ জাহেদ হোসেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।