শাহরাস্তি প্রতিনিধিঃ
“বাড়বো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভায় মোঃ শাহাদাৎ হোসেন মাসুদের উল্লাশ্বর আদর্শ খামারকে শ্রেষ্ঠ খামারী হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। ২৩ জানুয়ারী মঙ্গলবার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে ও সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার ও করফুলেন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা মজুমদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ।