মান ভালো, রুচিসম্মত খাবার ও কফি হলে, দূর হলেও এখানে আসবে
——— মেয়র হাজী আবদুল লতিফ।
শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তিতে ফুড এন্ড ফান কফি হাউজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ১লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ পৌরসভার সীমান্তবর্তী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বলশীদ রোড চেঙ্গাছাল এলাকায় বিকালে এ ফুড এন্ড ফান কফি হাউজের শুভ উদ্ভোধন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে ও কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়ক আবদুল মান্নান বেপারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব, মোঃ আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শাহরাস্তি পৌরসভার মাঝে উন্নত মানের রুচি সম্মত রেষ্টুরেন্ট ও কপি হাউজ না থাকায় আমাদের শাহরাস্তির জনগণ হাজীগঞ্জ, চাঁদপর ও কুমিল্লা গিয়ে রুচি সম্মত খাবার খায়। আমাদের শাহরাস্তিতে যদি মান ভালো, রুচি সম্মত খাবারের রেষ্টুরেন্ট ও কফি হাউজ থাকত, তাহালে আমরা দুরে গিয়ে খাবার খেতে হতো না। তোমাদের মহতি উদ্যোগে সুন্দর ও মনোরম পরিবেশ কফি হাউজটি করা হয়েছে। আমি আশা করি ঠিক তেমনি ভাবে ফুড এন্ড ফান কফি হাউজে উন্নত ও রুচি সম্মত খাবার পরিবেশন করবে। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, পরিচালক, মোঃ রিয়াজ মাহমুদ, আরিফ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আবদুল হান্নান রায়হান। আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন ছেঙ্গাছাল জামে মসজিদের খতিব মোঃ শহিদুল্লাহ।