চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত পত্রিকা “দৈনিক যায়যায়দিনের” দশম জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল শনিবার দৈনিক যায়যায়দিনের স্থানীয় প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এবং উইনম্যাক্স মোবাইল কোম্পানীর সৌজন্যে আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে দিবসটি উদযাপিত হয়। ওই দিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে কেক কেটে দশম জন্মদিন পালন করা হয়। আনন্দ শোভাযাত্রা ও জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, সূচীপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুল কাদের, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সূচীপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মহিন উদ্দিন, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক স্বজল পাল, কামরুজ্জামান সেন্টু, মোঃ নোমান হোসেন আখন্দ, মোঃ জামাল হোসেন, মোঃ জসীম উদ্দিন, মোঃ মাহবুব আলম, পৌর যুবলীগ নেতা সুমন বর্ধন প্রমুখ।
দৈনিক যায়যায়দিনের শাহরাস্তি উপজেলা সংবাদদাতা সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সুধীজন।

