প্রতিনিধি=
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ২য় বর্ষের মেধাবী ছাত্রী রওনক জাহান শোভা।
গত ১০ ডিসেম্বর সাহাপুর মোল্লাবাড়ির এনায়েত উল্লাহর বড় মেয়ে রওনক জাহানের বিবাহ অনুষ্ঠিত হওয়ার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে প্রেরণ করে এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা বিবাহ বন্ধ করে রওনক জাহানকে কলেজে হোস্টেলে অবস্থান করার নির্দেশ দেন।
রওনক জাহানের মা মোরশেদা বেগম জানায়, তার বিবাহের কথাবার্তা চলছিলো। বর পক্ষ এসে পছন্দ করলে বিয়ের কথা চূড়ান্ত হতো। কিন্তু এরই মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়ে যায়। রওনক জাহান জানায়, তার এ বিয়েতে সম্মতি নেই। এলাকা সূত্রে জানা যায়, উপজেলার ইছাপুরা গ্রামের মুন্সি বাড়ির ওমান প্রবাসী মোহনের সাথে তার এ বিয়ে হওয়ার কথা ছিলো।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সে কলেজের ফাস্ট গার্ল। সে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করে। আগামীতে সে অনেক ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে।