মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ নভেম্বর বিকাল ৪ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল ম্যানেজার মোঃ ফখরুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, রায়শ্রী দক্ষিণ ইউ.পির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আমান উল্লাহ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন মজুমদার, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক রনজিত মজুমদার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবু নাছের মোগল। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তুহিন খান, শাহাবুদ্দিন (শাবু), রুবেল, মনির, রাকিব, সজিব, রফিক প্রমুখ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কুরকামতা গ্রামে ৭০ জন গ্রাহকের মাঝে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।