মোঃ জামাল হোসেন
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে পৌরসভার এক ইলেকট্রিক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া পাটওয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানায়, ওই দিন ইলেকট্রিশিয়ান মোঃ জহির রায়হান (৪৫) সকালে তার কর্মস্থল শাহরাস্তি পৌরসভায় আসেন। পৌর সড়ক বাতি পরিদর্শক মোঃ সাইদুর রহমান তাকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির এলাকায় বিকল সড়ক বাতির মেরামত করতে পাঠায় । জহির বিকল লাইন মেরামত করতে পিকআপ ভ্যানের উপর মই লাগিয়ে ২০ ফিট উপরে চলমান বিদ্যুৎ লাইনে কাজ শুরু করে।এতে সে মুহর্তের মধ্যে বিদ্যুৎতায়িত হয়ে মই থেকে পাকা সড়কে ছিটকে পড়েন। ওই দৃশ্য দেখে তাঁর সঙ্গে থাকা সহকর্মীরা জহিরের জখম গুরতর দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অচিন্ত্য কুমার চক্রবর্তী তাঁকে মৃত ঘোষনা করেন।
পৌর ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি মৃতদেহের সুরতহাল তৈরি করে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তার স্বজনরা জানায়, সে নাওড়া গ্রামের মোল্লা বাড়ির আলী আশ্রাফের পুত্র। এক বছর পূর্বে সে পৌরসভায় অস্থায়ী ইলেকট্রিশিয়ান হিসেবে যোগদান করেন। তাঁর অকাল মৃত্যুতে পৌরকার্যালয়ে ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয় পৌর সচিব শেখ তোফায়েল আহম্মদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এছাড়া পৌর মেয়র হাজি আঃ লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন, সে কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা শিকার হয়েছে। জহির রায়হানের মৃত্যুতে শাহরাস্তি পৌরসভা কর্মকর্তা, কর্মচারী এসোসিয়েশন ৩ দিনের শোক কর্মসূচী ঘোষনা করে।