প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর এলাকা থেকে বিদ্যুৎ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। শাহ্রাস্তি মডেল থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে তাদের আটক করে। আটককৃতরা হলো: হাজীগঞ্জ পল্লী বিদ্যুতের কনসালটেন্ট কামরুজ্জামান (৩২), রামগঞ্জ উপজেলার ডল্টা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র আবদুল মান্নান (৪৮), মাইক্রো গাড়ীর চালক গাজীপুর জেলার জয়দেবপুরের খোলাপাড়া এলাকার মোঃ ফজলুল হকের পুত্র মোঃ নাছির উদ্দিন (২৫), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লক্সর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র মফিজুল ইসলাম (৩০) ও শাহ্রাস্তি উপজেলার নরিংপুর গ্রামের মৃত ফজলুল হকের পুত্র চাঁন মিয়া (৫৫)।
ঘটনা সূত্রে জানা যায়, নরিংপুর এলাকায় পল্লী বিদ্যুতের ৩ কিলোমিটার লাইনের মোট ১ শত ৩৬ টি মিটারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের একান্ত প্রচেষ্টায় এ কাজ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলছে। এ সুযোগে কিছুদিন পূর্বে বিদ্যুৎ প্রাপ্তির প্রতীক্ষায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ দেয়ার নাম করে প্রতারকরা সাধারণ গ্রাহকদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গতকাল ৭ জুন সংঘবদ্ধ ওই প্রতারক চক্র আবার এলাকায় আসে এবং সাধারণ লোকদের কাছ থেকে বিদ্যুৎ দেয়ার নাম করে অর্থ আদায় করতে থাকে। এলাকাবাসীর নিকট বিষয়টি সন্দেহ হলে শাহ্রাস্তি পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও শাহ্রাস্তি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আটক হাজীগঞ্জ পল্লী বিদ্যুতের কনসালটেন্ট কামরুজ্জামান জানান, ৭ জুন সকালে ওই প্রতারক চক্রের ৪ সদস্য হাজীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাকে নিয়ে আসে। এ ব্যাপারে হাজীগঞ্জ পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী অবগত রয়েছেন। টাকা আদায়ের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে শাহ্রাস্তি পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম বলেন, তাদের এলাকায় আসার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা মাইক্রোবাসে করে গাজীপুর থেকে শাহ্রাস্তি আসে। মাইক্রো গাড়ী নং-ঢাকা মেট্রো-চ-১৫-২১০৫। শাহ্রাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান, তাদেরকে ছাড় দেয়া হবে না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।