উন্নয়ন করতে গেলে জনগণের সাথে থাকতে হবে, জনগণের কথা শুনতে হবে
——— মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেনঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন কালে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন উন্নয়ন করতে গেলে জনগণের সাথে থাকতে হবে, জনগণের কথা শুনতে হবে। রোদ, ঝড়, বৃষ্টি, ভুমিকম্প যাই হউক না কেন মানুষের পাশে থাকতে হবে। তিনি বলেন যারা আপনাদের কাছে মাঝে মাঝে আসে তারা হাইব্রীড নেতা নয়। তারা মূলত নেতার পর্যায়ে পড়ে না। তার শীতের অতিথি পাখি, তারা এমনেই আসে, এসে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে চলে যায়। আপনারা তাদের পাত্তা দিবেন না। তাদের স্থান আওয়ামী লীগে নেই। এদের নিয়ে যারা ঘুরবে তারা পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে। টামটা উত্তরে যারা এ সমস্যায় তাদের জিজ্ঞাসা করবেন তারা হয়ত বলবে না। কারণ তারা নিজেরাই সমস্যায় পড়ে গেছে। ঢুশুয়া-তারালিয়া সড়ক উদ্বোধন কালে তিনি বলেন, গত ইউপি নির্বাচনে কেউ কেউ অনিয়ম করে পার পেতে চেয়েছিল। তারা চেয়েছিল আমি যেন তাদের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে তাদের জিতিয়ে দেই। আমি অপরাধে যাব না, আমি অন্যায়ের পথে যাব না, ভোট কেন্দ্র দখলের পক্ষে আমি নই। জনগণ যাকে ভোট দিবে, মা-বোনেরা যাকে ভোট দিবে তিনি জনপ্রতিনিধি হবেন। আমরা কাউকে কেন্দ্র দখল করে সীল মারতে দিব না। এ প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম। আজ তারা অসন্তুষ্ট, তাদের কথায় কান দিবেন না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, সহকারী পুলিশ সুপার (শাহরাস্তি-কচুয়া সার্কেল) মোঃ মঞ্জিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) নুর হোসেন মামুন, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম. আনোয়ার, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক, টামটা দক্ষিণ ইউপি আওয়ামী লীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান মজুমদার, টামটা উত্তর ইউপি আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজয়ানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহম্মেদ ইরান প্রমুখ।
প্রধান অতিথি সকাল ১১টায় রাজাপুরা আরএইচডি দোপল্লা রাস্তার শুভ উদ্বোধন, বিকাল ৪টায় ঢুশুয়া তারালিয়া রাস্তার শুভ উদ্বোধন, বিকাল সাড়ে ৪টায় পরানপুর যুগীনগর রাস্তার শুভ উদ্বোধন, বিকাল ৫টায় কালিয়াপাড়া নাইনগর বানিয়াচোঁ দেবিপুর সড়কের শুভ উদ্বোধন। এছাড়া সন্ধ্যা ৬টায় দেবকরা কুরকামতা এসএ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের শুভ উদ্বোধন করেন।
বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।