শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খিলাবাজার স্কুল এন্ড কলেজের ঊর্ধ্বমূখী ভবন সম্প্রসারণ অনুষ্ঠান ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলেন, প্রকৃত শিক্ষা গ্রহণ করলে তোমরাও হতে পারো দেশের সম্পদ। তিনি আরো বলেন, আমার কোনো কিছু চাওয়া-পাওয়া নাই। আমি আপনাদের মাঝে ছিলাম, আছি, থাকবো। শুধু কেবল আপনাদের জন্যে উন্নয়ন কাজ করবো, এটাই আমার একমাত্র চিন্তা। আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন এবং তাঁর হাতকে শক্তিশালী করলেই উন্নয়নের ধারাবাহিকতা সঠিক থাকবে।
গতকাল ৩০ জুন শনিবার দিনব্যাপী নানা উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ৮টায় নাহার-খিলাবাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৯টায় খিলাবাজার স্কুল এন্ড কলেজ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাড়ে ১০টায় সালেঙ্গা, চকবস্তা, কালচোঁ গ্রামের শুভ বিদ্যুতায়ন উদ্বোধন, ১১টায় পীর শাহ শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বেলা ১২টা ঘড়িম-ল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর ও রাগৈ কুমার বাড়ি হতে হাজী বাড়ি পর্যন্ত নূতন সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, ইউপি চেয়ারম্যান আবু হানিফ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্যা, মোঃ ফারুকুল ইসলাম, ঘড়িম-ল সপ্রাবির সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মানিক, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সুধীজন।