ষ্টাফ রিপোর্টার : বাধাই ভিটির মাটি কেটে সরকারী রাস্তা মেরামত করেছে স্থানীয় মেম্বার আবদুর রহিম পাটোয়ারী- এমন অভিযোগ চেয়ারম্যান কোর্টে দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিম পাড়ায় ঘটে। গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের টামটা হতে খেয়াঘাট পর্যন্ত কাচা রাস্তাটির মেরামত কাজ চলছে। এতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের ক্রয়কৃত ১৮ শতক জায়গার রাস্তা সংলগ্ন ভূমিতে মাটি ভরাট করা ভিটি কেটে রাস্তার মেরামত করা হচ্ছে। এ বিষয়ে ভিটির বর্তমান মালিক বাদী হয়ে মেম্বার আবদুর রহিম পাটোয়ারীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ মুজাফফর হোসাইনের কাছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন জানান, পূর্ণ ভিটি সহ হাজী আঃ ছাত্তারের কাছ থেকে হাল খতিয়ান ৬৭ এর ৫৮২/৫৮৩ দাগের ১৮ শতক জায়গা ক্রয় করি প্রায় ৫ বছর পূর্বে। মেম্বার সাহেব আমাকে কিছু না বলে ওই ভিটি কেটে রাস্তা মেরামত করেন। যে কারণে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্তের জন্য চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দায়ের করি। অন্যদিকে আবদুর রহিম মেম্বার জানান, আমি সরকারী রাস্তা মেরামত করছি। রাস্তা মেরামতের প্রয়োজনে ওই জায়গার মাটি কর্তন করেছি। এছাড়া রাস্তা যেমনি সরকারী তেমনি ওই জায়গাও সরকারী- তাই সরকারী জায়গার মাটি দ্বারাই সরকারী রাস্তার মেরামত করছি। এলাকাবাসী জানান, ওই সম্পত্তি সরকারী হলেও দেলোয়ার হোসেন ক্রয় সূত্রে ভোগ দখলের মালিক। মেম্বার ইচ্ছা করলে পাশের খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামত করতে পারতেন। বর্তমানে এ বিরাজমান ঘটনাটি চেয়ারম্যান সাহেব নিজ দায়িত্বে মিটিয়ে ফেলতে পারেন বলে তারা আশাবাদী।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।