প্রতিনিধি
শাহরাস্তিতে ইভটিজিংয়ের দায়ে ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে এ রায় প্রদান করা হয়।
মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের ন্যায় বেলা ২টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাথৈর এলাকায় পৌঁছলে দেবকরা হাজী বাড়ির মোঃ আবু ইউসুফের পুত্র ইয়াছিন আরাফাত পথরোধ করে মেয়েটিকে ইভটিজিং করে। এ সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে থানা পুলিশকে খবর দেয়। শাহ্রাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন ও উপ-পরিদর্শক মোঃ আনিছুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওইদিন বিকেল ৫টায় ইয়াছিন আরাফাতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।