হাসানুজ্জামান :
চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবী ও বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সকল স্বাক্ষ্য প্রমান ও আটককৃত ব্যক্তির জবানবন্দীর আলোকে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৭ (ক) ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন ওই রায় প্রদান করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার এএসআই আবু আহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ভড়–য়া আল মদিনা ব্রীকস ফিল্ডের সামনে থেকে একই গ্রামের আমিন উল্লার পুত্র রাশেল (২৬) কে মাদক দ্রব্য বিক্রিকালে আটক করে। পরদিন তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এ রায় প্রদান করা হয়।