মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ সোমবার ভোর ৫টার সময় উপজেলা টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী জানায়, ওই দিন বাজারের রাসেল বেকারী হতে বিদুৎতের সটর্সাকিটে আগুনের সূত্রপাত হয়ে মুহুতের্র মধ্যে পাশে এমরানের চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। এতে ১টি টেলিকমসেন্টা এন্ড ক্লথ ষ্টোর, ১টি র্ফনিচার, ১টি ধানের গুদাম, ১টি চা দোকান ও কনফেকশনারী, ১টি বেকারীর সহ ৫টি দোকান ভস্মীভূত হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তির ফায়ার সার্ভিস ও কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্থরা জানায়, এমরানের দোকানে থাকা নগদ ৩৫হাজার টাকা, মালামাল ও আসবাবপত্র সহ একই ভাবে আখিঁ টেলিকসেন্টারের ২লাখ টাকার মালা মাল, জসীমের ফানিচার ও অনছার আলীর ধানের গুদাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়।